বক্ষ ব্যাধি ক্লিনিক মৌলভীবাজার

bokko, badhy, bedi, bedy, Moulvibazar, badhi, bedhi, bedhy, tv, ব্যাধী, বক্ষব্যাধি, বক্ষব্যাধী, chest, disease, clinic, বক্ষ, ব্যাধি, hospital
বক্ষ ব্যাধি ক্লিনিক মৌলভীবাজার
টিবি হাসপাতাল রোড, কাজির গাঁও, মৌলভীবাজার।
ফোনঃ 0861-52249
 
মোবাইল নংঃ 

কিছু কথা 

বক্ষব্যাধি কথার সরল অর্থ হচ্ছে বুকের রোগ। মানুষের বুকে যত রকমের রোগ হতে পারে তার সবই বক্ষব্যাধির অন্তর্ভুক্ত। বুকে রয়েছে দুটি ফুসফুস ও একটি হার্ট। এর সঙ্গে দুটি ফুসফুসের মাঝে যে স্থান রয়েছে সেটাকে বলা হয় মিডিয়াস্টিনাম। সেখানে কিছু রক্তনালি ও কিছু লিম্ফনোড আছে। মূলত ফুসফুস, হার্ট ও মিডিয়াস্টিনামের রোগগুলোকে বুকের রোগ বলা হয়।

বুকে কী কী রোগ হতে পারে

বুকের কমন রোগগুলোর মধ্যে রয়েছে শ্বাসনালির রোগ যেমন অ্যাজমা ও সিওপিডি। যেকোনো এলাকায় ৫ থেকে ১০ শতাংশ মানুষ অ্যাজমায় ভুগে থাকে। তবে সিওপিডির হার বিভিন্ন দেশে বিভিন্ন রকম। কারণ এর পেছনে বিভিন্ন ফ্যাক্টর থাকে। বয়স চল্লিশের পর সাধারণত এই রোগ দেখা যায়। বিশেষ করে ধূমপায়ীদের বেশি হয়। এ ছাড়া টিউবারকুলোসিস বা টিবি, ফুসফুসের ক্যান্সার, লিম্ফোমা, বুকে পানি জমা, কার্ডিয়াক ফেইলিওর, কফ, কাশি, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট।

চিকিৎসা

একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে রোগীদের শ্বাসকষ্ট সমস্যা কিছুটা চ্যালেঞ্জিং। প্রশ্ন দেখা দেয়, এটা ফুসফুসের রোগ, নাকি হৃদরোগ? এটা রোগীর বয়স, ইতিহাস, ইসিজি, বুকের এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করলেই সঠিকভাবে নির্ণয় করা যায়। অ্যাজমা বা সিওপিডির কারণে যে কাশি বা শ্বাসকষ্ট দেখা দেয় এবং হার্ট ফেইলিওরের কারণে যে শ্বাসকষ্ট দেখা দেয় তার চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন হবে। একজন দক্ষ চিকিৎসক এটা নির্ণয় করে পৃথক চিকিৎসা করতে পারেন।

Bokkho Badhy Clinic Moulvibazar
TB Hospital Road, Kazir Gaon, Moulvibazar.
Phone: 0861-52249
Description
Chest disease simply means chest disease. All types of diseases that can occur in the human chest include chest disease. The chest has two lungs and a heart. The space between the two lungs is called mediastinum. There are some blood vessels and some lymph nodes. Diseases of the lungs, heart and mediastinum are mainly called chest diseases.
What diseases can occur in the chest
Common chest diseases include respiratory diseases such as asthma and COPD. 5 to 10 percent of people in any area suffer from asthma. However, the rate of COPD varies in different countries. Because there are different factors behind it. This disease is usually seen after the age of forty. Especially smokers are more. In addition, tuberculosis or tuberculosis, lung cancer, lymphoma, chest water, cardiac failure, cough, cold and shortness of breath.
Treatment
Patients’ breathing problems are somewhat challenging to a thoracic specialist. The question is, is it lung disease or heart disease? It can be accurately diagnosed by examining the patient’s age, history, ECG, chest X-ray, echocardiography. The treatment of cough or shortness of breath due to asthma or COPD and shortness of breath due to heart failure will be completely different. A skilled physician can diagnose it and treat it individually.