কিভাবে প্রয়োজনীয় তথ্য খুজবেন?

কিভাবে ShebaZone ব্যবহার করবেন?

আপনি কম্পিউটার, মোবাইল বা অ্যাপ, যা-ই ব্যবহার করে আমাদের সাইট ভিজিট করুন না কেন, একটু উপরে লক্ষ্য করলে একটি সার্চ বার দেখতে পারবেন। আমরা সাধারণত গুগলে যেভাবে সার্চ করি, ঠিক একই নিয়মে আপনি আপনার প্রয়োজন মত সার্চ করবেন। মনে রাখবেন, আমাদের সাইটটি মূলত মৌলভীবাজার শহরের ডাক্তার, হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ইত্যাদি সেবা মূলক প্রতিষ্ঠান নিয়েই গঠিত। সুতরাং শহরের বাইরে কিছু সার্চ করবেন না।

আপনি যে ডাক্তার খুঁজছেন, উনার নাম লিখে সার্চ করুন। সার্চ রিজাল্টে উনার নাম আসার পর, সেটা ওপেন করলে উনার চেম্বারের ঠিকানা, রোগী দেখার সময়, সিরিয়াল নাম্বার ইত্যাদি যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

বিঃ দ্রঃ আপনাকে শুধু নাম লিখে সার্চ দিলেই হবে। নামের আগে টাইটেল বা সম্পূর্ণ নাম লেখার প্রয়োজন নেই। উদাহরণ স্বরুপ – আপনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল খুঁজতে চাইচেন। এখানে শুধু মৌলভীবাজার, বা সদর হাসপাতাল লিখে সার্চ দিলেই হবে।

অনেক ক্ষেত্রে আপনার লিখা নামের সাথে, আমাদের সাইটে লিখা নামের মিল নাও থাকতে পারে। যেমনঃ মৌলভীবাজার, আর আপনি লিখলেন মৌলভিবাজার। এমন অবস্থায় চেষ্টা করবেন সঠিক নাম দিয়ে সার্চ করতে।

আপনার মূল্যবান মতামত দিতে, বা সাইট সম্পর্কে কোন কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

সাইট সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন…