মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল
শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার।
ফোনঃ 0861-53038, 0861-52296
মোবাইল নংঃ 01730-324818
E-mail: [email protected]
জরুরী চিকিৎসাঃ
জরুরি চিকিৎসার জন্য রোগী হাসপাতালের জরুরি বিভাগে আসলে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে ফাস্ট এইড দিয়ে ছেড়ে দেয়া হয়। আর অবস্থা জটিল হলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। রিপোর্ট যাচাই করে অবস্থা জটিল না হলে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। যদি অবস্থা আরও জটিল হয় তাহলে রোগীকে ভর্তি করে অন্ত:বিভাগীয় চিকিৎসার ন্যায় সেবা প্রদান করা হয়। আর অন্ত:বিভাগে চিকিৎসা প্রদান সম্ভব না হলে জরুরি বিভাগ থেকেই সরাসরি উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
এখানে ২টি ডেন্টাল ইউনিট রয়েছে এবং রোগ নির্ণয়ের সুব্যবস্থা রয়েছে।
৪টি অ্যাাম্বুলেন্স , ব্লাড ব্যাঙ্ক এবং জেনারেটর রয়েছে।
Leave a Reply