কিছু কথা
বক্ষব্যাধি কথার সরল অর্থ হচ্ছে বুকের রোগ। মানুষের বুকে যত রকমের রোগ হতে পারে তার সবই বক্ষব্যাধির অন্তর্ভুক্ত। বুকে রয়েছে দুটি ফুসফুস ও একটি হার্ট। এর সঙ্গে দুটি ফুসফুসের মাঝে যে স্থান রয়েছে সেটাকে বলা হয় মিডিয়াস্টিনাম। সেখানে কিছু রক্তনালি ও কিছু লিম্ফনোড আছে। মূলত ফুসফুস, হার্ট ও মিডিয়াস্টিনামের রোগগুলোকে বুকের রোগ বলা হয়।
বুকে কী কী রোগ হতে পারে
বুকের কমন রোগগুলোর মধ্যে রয়েছে শ্বাসনালির রোগ যেমন অ্যাজমা ও সিওপিডি। যেকোনো এলাকায় ৫ থেকে ১০ শতাংশ মানুষ অ্যাজমায় ভুগে থাকে। তবে সিওপিডির হার বিভিন্ন দেশে বিভিন্ন রকম। কারণ এর পেছনে বিভিন্ন ফ্যাক্টর থাকে। বয়স চল্লিশের পর সাধারণত এই রোগ দেখা যায়। বিশেষ করে ধূমপায়ীদের বেশি হয়। এ ছাড়া টিউবারকুলোসিস বা টিবি, ফুসফুসের ক্যান্সার, লিম্ফোমা, বুকে পানি জমা, কার্ডিয়াক ফেইলিওর, কফ, কাশি, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট।
চিকিৎসা
একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে রোগীদের শ্বাসকষ্ট সমস্যা কিছুটা চ্যালেঞ্জিং। প্রশ্ন দেখা দেয়, এটা ফুসফুসের রোগ, নাকি হৃদরোগ? এটা রোগীর বয়স, ইতিহাস, ইসিজি, বুকের এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করলেই সঠিকভাবে নির্ণয় করা যায়। অ্যাজমা বা সিওপিডির কারণে যে কাশি বা শ্বাসকষ্ট দেখা দেয় এবং হার্ট ফেইলিওরের কারণে যে শ্বাসকষ্ট দেখা দেয় তার চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন হবে। একজন দক্ষ চিকিৎসক এটা নির্ণয় করে পৃথক চিকিৎসা করতে পারেন।
Leave a Reply