Moulvibazar Ambulance Services
এম্ব্যুলেন্স, এক ধরনের রোগী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন বিশেষ, যা এক স্থান থেকে অন্যস্থানে উন্নত চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এতে গুরুতর আহত লোক বা অসুস্থ রোগী বহনের নিমিত্তে পরিষেবা প্রদান করা হয়।
মৌলভীবাজার শহরের প্রায় সকল হাসপাতাল/ ক্লিনিকেই এম্ব্যুলেন্স সার্ভিস রয়েছে, তাই যেকোন অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে আপনার নিকটবর্তী হাসপাতাল বা ক্লিনিকে যোগাযোগ করুন।
অথবা আপনার কাঙ্ক্ষিত হাসপাতাল/ ক্লিনিকের নাম লিখে আমাদের সাইটে সার্চ করুন।
Ambulance সম্পর্কে কিছু জেনে নিনঃ
অ্যাম্বুলেন্স (Ambulance)শব্দটি ল্যাটিন শব্দ ambulare থেকে এসেছে। যার শাব্দিক অর্থ হাঁটা বা সামনে আগানো। সেই প্রাচীন আমলে অ্যাম্বুলেন্সের প্রাথমিক যাত্রা শুরু হয়।
ইতিহাস অনুযায়ী ৯০০ খ্রিস্টাব্দের দিকে প্রথম অ্যাম্বুলেন্সের যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে চট বা দড়ির চাদর দিয়ে অ্যাম্বুলেন্সের বিছানা নির্মিত হয়েছিল। এরপর এই চাদরকে দুই চাকার ঘোড়ার গাড়ির সঙ্গে সংযুক্ত করে দ্রুত গতির অ্যাম্বুলেন্স তৈরির চেষ্টা করা হয়।
প্রথম এই অ্যাম্বুলেন্স তৈরির কারিগর ছিলেন এঙ্গলো স্যাকসন। ১১ শতাব্দীর ক্রুসেডের সময়ে আহত সৈনিকদের ঘোড়ার গাড়ি দিয়ে তৈরি অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা কেন্দ্রে নেয়া হতো।
১৪৮৭ সালে স্পেনে রানী ইসাবেলার শাসনামলে অ্যাম্বুলেন্সকে জরুরি কোনো কাজে লাগানো শুরু হয়। এই সময়ে কোনো যুদ্ধে স্পেন বাহিনীর সৈনিকরা আক্রান্ত হলে তাদের যুদ্ধ বিরতির আগ পর্যন্ত হাসপাতালে নেয়া হতো না। আহত সৈনিকদের অ্যাম্বুলেন্সেই প্রাথমিক চিকিৎসা দেয়া হতো।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিসও আধুনিক হয়েছে। ফলে সমাজের উচ্চশ্রেণী থেকে শুরু করে নিম্নশ্রেণীর সবাই অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করে থাকে। আর তাই অ্যাম্বুলেন্স এখন বিপদের বন্ধু।
লক্ষ্য করলে দেখবেন, বেশির ভাগ এম্ব্যুলেন্সের সামনে AMBULANCE লিখাটি উল্টো থাকে। এর কারণ হল, যাতে সামনের গাড়ীটি তার লুকিং গ্লাসের দিকে তাকালে লেখাটি সঠিক ভাবে দেখতে পারে। (যেহেতু আয়নায় আমরা সব কিছু উল্টোই দেখি)।
Leave a Reply