কিভাবে ShebaZone ব্যবহার করবেন?
আপনি কম্পিউটার, মোবাইল বা অ্যাপ, যা-ই ব্যবহার করে আমাদের সাইট ভিজিট করুন না কেন, একটু উপরে লক্ষ্য করলে একটি সার্চ বার দেখতে পারবেন। আমরা সাধারণত গুগলে যেভাবে সার্চ করি, ঠিক একই নিয়মে আপনি আপনার প্রয়োজন মত সার্চ করবেন। মনে রাখবেন, আমাদের সাইটটি মূলত মৌলভীবাজার শহরের ডাক্তার, হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ইত্যাদি সেবা মূলক প্রতিষ্ঠান নিয়েই গঠিত। সুতরাং শহরের বাইরে কিছু সার্চ করবেন না।
আপনি যে ডাক্তার খুঁজছেন, উনার নাম লিখে সার্চ করুন। সার্চ রিজাল্টে উনার নাম আসার পর, সেটা ওপেন করলে উনার চেম্বারের ঠিকানা, রোগী দেখার সময়, সিরিয়াল নাম্বার ইত্যাদি যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
বিঃ দ্রঃ আপনাকে শুধু নাম লিখে সার্চ দিলেই হবে। নামের আগে টাইটেল বা সম্পূর্ণ নাম লেখার প্রয়োজন নেই। উদাহরণ স্বরুপ – আপনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল খুঁজতে চাইচেন। এখানে শুধু মৌলভীবাজার, বা সদর হাসপাতাল লিখে সার্চ দিলেই হবে।
অনেক ক্ষেত্রে আপনার লিখা নামের সাথে, আমাদের সাইটে লিখা নামের মিল নাও থাকতে পারে। যেমনঃ মৌলভীবাজার, আর আপনি লিখলেন মৌলভিবাজার। এমন অবস্থায় চেষ্টা করবেন সঠিক নাম দিয়ে সার্চ করতে।
আপনার মূল্যবান মতামত দিতে, বা সাইট সম্পর্কে কোন কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
ShebaZone সাইট সম্পর্কে কিছু তথ্যঃ
দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিভাগ সিলেট। সিলেট বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার। এই মৌলভীবাজার জেলার প্রাণকেদ্র হচ্ছে মৌলভীবাজর সদর উপজেলা, যার নাম করণ মৌলভীবাজার নামানুসারে।
আমাদের এই সাইটটি মূলত মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে বিদ্যমান হাসপাতাল, ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার, এম্বুল্যান্স সার্ভিস, ব্লাড সার্ভিস – এক কথায় বলতে গেলে, সকল স্বাস্থ্যসেবা মূলক সার্ভিস নিয়েই তৈরী।
সাইট সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথাঃ
shebazone.com সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তাধারা নিয়ে তৈরী, এর সাথে কোন সংস্থা বা প্রতিষ্ঠান জড়িত নয়।
আমাদের সাইট তৈরীর প্রধান উদ্দেশ্য হল, যাতে সবাই সহজেই জেলায় অবস্থিত সেবা মূলক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে, সহজেই বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, ভিজিটের সময়সূচি, সিরিয়ালের নাম্বার সম্পর্কে জানতে পারে, জরুরী এম্ব্যুলেন্স, ব্লাড ইত্যাদির ব্যবস্থা করতে পারে। যাতে করে ইমার্জেন্সি সময় কিছুটা হলেও বিপদ থেকে উদ্ধার হতে পারে।
ডাক্তারঃ
উক্ত সাইটে প্রকাশিত ডাক্তারদের পরিচিতি, উনাদের ডিগ্রী, চেম্বার, রোগী দেখার সময়, সিরিয়াল নাম্বার ইত্যাদি যাবতীয় তথ্য ডায়াগনষ্টিক সেন্টার সমূহের লিফলেট ও কিছু ভিজিটিং কার্ড থেকে সংগৃহীত। তাই যদি কোন ডাক্তার উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন, বা চেম্বার পরিবর্তন করেন, অথবা রোগী দেখার সময় পরিবর্তন করেন, তাহলে আমরা উক্ত তথ্য পাওয়া মাত্র যথাসম্ভব সাইটে আপডেট করব। (শর্ত প্রযোজ্য)
সাইটে প্রকাশিত ডাক্তারদের তালিকা, হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের তালিকা সমূহ, বা কোন পোস্ট প্রকাশের ক্ষেত্রে ডিগ্রী, যোগ্যতা, অবস্থান ইত্যাদি বিষয় বিবেচনা করে পোস্ট করা হয়নি। এক কথায় বলতে গেলে, কোন ক্রমানুসারে সাজানো হয়নি। পোস্ট লিখার সময়, যখন যেটা সামনে ছিল- সেটাই প্রথমে লিখা হয়।
সাইটে প্রকাশিত যেকোন প্রতিষ্ঠান বা ডাক্তারের সাথে যোগাযোগ করার পূর্বে অবশ্যই সাইটে দেওয়া নাম্বারে কল করে নিবেন।
সাইটে যে সকল বিজ্ঞাপন (Ad) প্রকাশিত হবে, সেগুলোর সাথে কোন ডাক্তার জড়িত নন। যদি জড়িত থাকেন তাহলে সেটা বিজ্ঞাপনের সাথে প্রকাশ করা হবে।
ডায়াগনষ্টিক সেন্টারঃ
ডায়াগনষ্টিক সেন্টার সমূহের সেবা, বা ডাক্তারদের লিস্ট সমূহ ডায়াগনষ্টিক সেন্টার থেকেই প্রাপ্ত। তবুও তাদের যদি কোন নতুন আপডেট আসে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা সাইটের তথ্য সমূহ আপডেট করব। (শর্ত প্রযোজ্য)
হাসপাতালঃ
হাসপাতাল সমূহের যাবতীয় তথ্য ডাক্তার, ডায়াগনষ্টিক সেন্টারের মতই একই ভাবে প্রাপ্ত। তাদের আপডেট আসলে, আমরা সাইটে আপডেট করব। (শর্ত প্রযোজ্য)
রক্তঃ
রক্ত (Blood) এর বিষয়ে যে সকল ফেইসবুক গ্রুপ, যে সকল সংস্থার লিংক বা যোগাযোগের তথ্য প্রকাশ করা হয়েছে, সেগুলো ফেইসবুক থেকে সংগৃহীত এবং পাবলিক করা আছে। আর কিছু সংখ্যক তথ্য পরিচিতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবুও যদি কোন ব্যক্তি বা সংস্থা চান যে, তাদের লিংক বা যোগাযোগের তথ্য আমাদের সাইট থেকে মুছে ফেলতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
এ্যাম্বুলেন্সঃ
এ্যাম্বুলেন্স (Ambulance) সম্পর্কে সাইটে প্রকাশিত পোস্টেই যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। তবুও কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়লে আমরা সেটা আপডেট করব।
টেষ্টঃ
বিভিন্ন মেডিকেল টেষ্ট সম্পর্কে যাবতীয় তথ্য এবং টেষ্টের মূল্য তালিকা অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। আমাদের কাছে নতুন আপডেট আসলে সেটা সাইটে ঠিক করে দেওয়া হবে।
ব্লগঃ
সাইটে ব্লগ (Blog) নামে ২৩/১২/২০২৩ইং তে একটি নতুন ক্যাটাগরী তৈরী করা হয়েছে। এখানে অনলাইন, অফলাইন থেকে শরীর ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পোস্ট দেওয়া হবে। যেহেতু পোস্টগুলো সংগ্রহ করে দেওয়া হবে, সেজন্য সঠিক তথ্য যাচাই করে, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নিত্ত জীবনে প্রয়োগ করার অনুরোধ রইল।
ক্যারিয়ার/জবসঃ
সাইটে ক্যারিয়ার/জবস (Career/Jobs) নামে ০১/১০/২০২৫ইং তে একটি নতুন ক্যাটাগরী তৈরী করা হয়েছে। মৌলভীবাজার শহরের হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিকেল সেক্টরের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করে সহজেই তাদের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের সাইটে প্রকাশ করতে পারবেন।
উপসংহারঃ
মানুষ মাত্রই ভূল, তাই আমাদেরও ভূল হতেই পারে। এজন্য সর্বদা আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আপনার যদি এমন মনে হয় যে, সাইটের কোন তথ্য ভূল প্রকাশ করা হয়েছে, বা আপনি যদি কোন তথ্য জানেন যা আমাদের সাইটে প্রকাশ করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।