About Us

Introduction:

Our site is mainly made up of existing hospitals, diagnostic and consultation centers, ambulance services, blood services in Moulvibazar Sadar Upazila – in a word, all healthcare related services.

Some essentials about the site (shebazone.com):

The (shebazone.com) site is made entirely of personal thought, no organization is associated with it.

The main purpose of creating our site is that everyone can easily know about the service institutions located in the district, easily know about specialist doctors’ chambers, visit schedule, serial number, can arrange emergency ambulance, blood etc. So that the emergency time can be saved from the danger to some extent.

Doctor’s:

All the information published on the site about doctors, their degrees, chambers, patient visiting hours, serial numbers are collected from the leaflets and some visiting cards of the diagnostic centers. So if a doctor takes up higher training, or changes chambers, or changes patient viewing hours, we will update the site as soon as possible. (conditions apply)

The list of doctors published on the site, the lists of hospitals and diagnostic centers, or in the case of publication of any post, are not posted considering the matters of degree, qualification, position etc. In short, in no particular order. When writing a post, the one that was in front is written first.

Before contacting any institution or doctor published on the site, you must call the number given on the site.

No doctor is associated with all the advertisements that will be published on the site. If involved, it will be disclosed with the advertisement.

Diagnostic Centers:

Service of diagnostic centers or lists of doctors are obtained from diagnostic centers. However if they get any new updates, if they contact us, we will update the information on the site.(conditions apply)

Hospitals:

All information about hospitals is available in the same way as doctors, diagnostic centers. When they update, we will update on the site.(conditions apply)

Blood:

Facebook groups that have published links or contact information about blood related organizations have been collected from Facebook and their information is made public. A number of other information have been disclosed through contacts. However, if any person or organization wishes to remove their link or contact information from our site, please contact us.

Ambulance:

All the information about the ambulance is given in the post published on the site. However, we will update it if something needs to be changed.

Test:

All information about various medical tests and test price list is collected from online. If we have a new update, it will be fixed on the site.

Blog:

A new category has been created on the site on 23/12/2023 called Blog. Here various posts related to body and health will be given from online, offline. Since the posts will be collected, it is requested to check the correct information, take the advice of experts and apply it in real life.

Conclusion:

Humans are fallible, so we can make mistakes too. For this, I always seek your help and cooperation. If you feel that any information on the site has been published incorrectly, or if you know of any information that should be published on our site, please contact us.

 

moulvibazar, doctor, doctor's, hospital, diagnostic, center, clinic, blood, ambulance, doctors, chamber, serial, number, everything, in, shebazone, মৌলভীবাজার, মৌলভিবাজার, শহর, শহরের, ডাক্তার, চেম্বার, সিরিয়াল, নাম্বার, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক, ডায়াগনস্টিক, সেন্টার, ব্লাড, এমবুলেন্স, এ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, এম্বুলেন্স, ইত্যাদি, সকল, তথ্য, এখন, সেবাজোন, সাইটে, ডাক্তার লিস্ট, লিষ্ট

 

দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিভাগ সিলেট। সিলেট বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার। এই মৌলভীবাজার জেলার প্রাণকেদ্র হচ্ছে মৌলভীবাজর সদর উপজেলা, যার নাম করণ মৌলভীবাজার নামানুসারে।

আমাদের এই সাইটটি মূলত মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে বিদ্যমান হাসপাতাল, ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার, এম্বুল্যান্স সার্ভিস, ব্লাড সার্ভিস – এক কথায় বলতে গেলে, সকল স্বাস্থ্যসেবা মূলক সার্ভিস নিয়েই তৈরী।

সাইট সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথাঃ

ShebaZone সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তাধারা নিয়ে তৈরী, এর সাথে কোন সংস্থা বা প্রতিষ্ঠান জড়িত নয়।

আমাদের সাইট তৈরীর প্রধান উদ্দেশ্য হল, যাতে সবাই সহজেই জেলায় অবস্থিত সেবা মূলক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে, সহজেই বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, ভিজিটের সময়সূচি, সিরিয়ালের নাম্বার সম্পর্কে জানতে পারে, জরুরী এম্ব্যুলেন্স, ব্লাড ইত্যাদির ব্যবস্থা করতে পারে। যাতে করে ইমার্জেন্সি সময় কিছুটা হলেও বিপদ থেকে উদ্ধার হতে পারে।

ডাক্তারঃ

উক্ত সাইটে প্রকাশিত ডাক্তারদের পরিচিতি, উনাদের ডিগ্রী, চেম্বার, রোগী দেখার সময়, সিরিয়াল নাম্বার ইত্যাদি যাবতীয় তথ্য ডায়াগনষ্টিক সেন্টার সমূহের লিফলেট ও কিছু ভিজিটিং কার্ড থেকে সংগৃহীত। তাই যদি কোন ডাক্তার উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন, বা চেম্বার পরিবর্তন করেন, অথবা রোগী দেখার সময় পরিবর্তন করেন, তাহলে আমরা উক্ত তথ্য পাওয়া মাত্র যথাসম্ভব সাইটে আপডেট করব। (শর্ত প্রযোজ্য)

সাইটে প্রকাশিত ডাক্তারদের তালিকা, হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের তালিকা সমূহ, বা কোন পোস্ট প্রকাশের ক্ষেত্রে ডিগ্রী, যোগ্যতা, অবস্থান ইত্যাদি বিষয় বিবেচনা করে পোস্ট করা হয়নি। এক কথায় বলতে গেলে, কোন ক্রমানুসারে সাজানো হয়নি। পোস্ট লিখার সময়, যখন যেটা সামনে ছিল- সেটাই প্রথমে লিখা হয়।

সাইটে প্রকাশিত যেকোন প্রতিষ্ঠান বা ডাক্তারের সাথে যোগাযোগ করার পূর্বে অবশ্যই সাইটে দেওয়া নাম্বারে কল করে নিবেন।

সাইটে যে সকল বিজ্ঞাপন (Ad) প্রকাশিত হবে, সেগুলোর সাথে কোন ডাক্তার জড়িত নন। যদি জড়িত থাকেন তাহলে সেটা বিজ্ঞাপনের সাথে প্রকাশ করা হবে।

ডায়াগনষ্টিক সেন্টারঃ

ডায়াগনষ্টিক সেন্টার সমূহের সেবা, বা ডাক্তারদের লিস্ট সমূহ ডায়াগনষ্টিক সেন্টার থেকেই প্রাপ্ত। তবুও তাদের যদি কোন নতুন আপডেট আসে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা সাইটের তথ্য সমূহ আপডেট করব। (শর্ত প্রযোজ্য)

হাসপাতালঃ

হাসপাতাল সমূহের যাবতীয় তথ্য ডাক্তার, ডায়াগনষ্টিক সেন্টারের মতই একই ভাবে প্রাপ্ত। তাদের আপডেট আসলে, আমরা সাইটে আপডেট করব। (শর্ত প্রযোজ্য)

রক্তঃ

রক্ত (Blood) এর বিষয়ে যে সকল ফেইসবুক গ্রুপ, যে সকল সংস্থার লিংক বা যোগাযোগের তথ্য প্রকাশ করা হয়েছে, সেগুলো ফেইসবুক থেকে সংগৃহীত এবং পাবলিক করা আছে। আর কিছু সংখ্যক তথ্য পরিচিতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবুও যদি কোন ব্যক্তি বা সংস্থা চান যে, তাদের লিংক বা যোগাযোগের তথ্য আমাদের সাইট থেকে মুছে ফেলতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

এ্যাম্বুলেন্সঃ

এ্যাম্বুলেন্স (Ambulance) সম্পর্কে সাইটে প্রকাশিত পোস্টেই যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। তবুও কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়লে আমরা সেটা আপডেট করব।

টেষ্টঃ

বিভিন্ন মেডিকেল টেষ্ট সম্পর্কে যাবতীয় তথ্য এবং টেষ্টের মূল্য তালিকা অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। আমাদের কাছে নতুন আপডেট আসলে সেটা সাইটে ঠিক করে দেওয়া হবে। 

ব্লগঃ

সাইটে ব্লগ (Blog) নামে ২৩/১২/২০২৩ইং তে একটি নতুন ক্যাটাগরী তৈরী করা হয়েছে। এখানে অনলাইন, অফলাইন থেকে শরীর ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পোস্ট দেওয়া হবে। যেহেতু পোস্টগুলো সংগ্রহ করে দেওয়া হবে, সেজন্য সঠিক তথ্য যাচাই করে, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নিত্ত জীবনে প্রয়োগ করার অনুরোধ রইল।

উপসংহারঃ

মানুষ মাত্রই ভূল, তাই আমাদেরও ভূল হতেই পারে। এজন্য সর্বদা আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আপনার যদি এমন মনে হয় যে, সাইটের কোন তথ্য ভূল প্রকাশ করা হয়েছে, বা আপনি যদি কোন তথ্য জানেন যা আমাদের সাইটে প্রকাশ করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।